প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

সোহেল রানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

নিজের অন্ডকোষ কেটে হাসপাতালে ভর্তি ২ সন্তানের জনক

   
প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, ৩১ জুলাই ২০২২

নিজের অন্ডকোষ কেটে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে আব্দুল মজিদ (৪৫) নামের দুই সন্তানের জনক। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের সান্দ্রা গ্রামে। রবিবার (৩১ জুলাই) রাত ২টায় আব্দুল মজিদের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে বলে জানা যায়। আহত আব্দুল মজিদ ওই এলাকার হাজী খোরশেদ আলমের ছেলে।

বারুহাস ইউনিয়নের ইউপি সদস্য আতাউর রহমান আতাব জানান, আব্দুল মজিদ রাতের খাবার খেয়ে স্ত্রী ও মেয়ের সঙ্গে ঘুমিয়ে পড়েন। পরে রাত ২টার দিকে তার কাতরানোর শব্দে পাশে শুয়ে থাকা তার স্ত্রী জেগে উঠে রক্ত দেখে। এ সময় পাশে একটি দা পড়ে ছিল। সেই দা দিয়েই মূলত তার পুরুষাঙ্গের একটি অন্ডকোষ কেটে ফেলেন।

ঘটনার কিছুক্ষণ পরে পরিবারের সদস্যরা এসে উদ্ধার করে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে কি কারণে আব্দুল মজিদ এ ঘটনক ঘটিয়েছে তা এখন পর্যন্ত ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: