পাথরঘাটায় ১ হাজার অবৈধ চায়না বুচনা জাল পুড়িয়ে ধ্বংস

বরগুনার পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রামপুলিশের মাধ্যমে প্রায় ১ হাজার অবৈধ দুয়ারী বুচনা জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। ৩১ জুলাই বরগুনার পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম পুলিশের মাধ্যমে অভিযান চালিয়ে প্রায় এক হাজার অবৈধ জাল জব্দ করা হয় রং শত শত লোকের সম্মুক্ষে ইউনিয়ন পরিষদের মাঠে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এর আগে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসারের আইন-শৃঙ্খলা মিটিংয়ে বিষয়টি তুলে ধরা হয়। সেখানে সিদ্ধান্ত হয়৷ পাথরঘাটা উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ তাদের এলাকার অবৈধ দুয়ারী বুচনা জাল ধ্বংস করবে এই মর্মে তারা একমত পোষণ করেন। তারই ধারাবাহিকতার অভিযানের ফল স্বরূপ।
পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন বলেন, দুয়ারী বুচনাসহ যেসব ছোটমাছ নির্মূলকারী জাল এলাকায় রযেছে সেসব জাল আমরা ধ্বংস করব।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: