জুড়ীতে লোকালয়ে অজগর, উদ্ধার করে অবমুক্ত

মৌলভীবাজার জেলার জুড়ীতে খাদ্যের সন্ধানে একটি অজগর লোকালয়ে চলে আসে। রবিবার (৩১ জুলাই) সকালে উদ্ধারকৃত অজগরটি পুঁটিছড়া সংরক্ষিত বনে অবমুক্ত করেন বন বিভাগের কর্মীসহ স্থানীয়রা।
জানা যায়, উপজেলা সদরের উত্তর ভবানীপুর এলাকায় একটি বাড়িতে গতকাল শনিবার রাতে একটি অজগর ঢুকে পড়ে। খবর পেয়ে বন বিভাগের লোকজন গিয়ে এটিকে উদ্ধার করে আনেন। রোববার (৩১ জুলাই) দুপুরে সাপটিকে স্থানীয় পুঁটিছড়া সংরক্ষিত বনে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। খাবারের খোঁজে ক্ষুধার্ত অজগরটি লোকালয়ে চলে আসতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট ব্যক্তিদের।
এলাকাবাসী ও বন বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে উত্তর ভবানীপুর এলাকার বাসিন্দা কাজল মিয়ার পরিবারের সদস্যরা বসতঘরে কোনো কিছুর নড়াচড়ার শব্দ পান। এক পর্যায়ে ঘরের কোণে অজগরকে দেখে চমকে ওঠেন তাঁরা। এ খবর ছড়িয়ে পড়লে অজগরটি দেখতে আশপাশের লোকজন ভিড় জমান। কাজলের বাড়ির পাশেই বন বিভাগের জুড়ী রেঞ্জ কার্যালয়। রাত ১১টার দিকে রেঞ্জ কার্যালয়ের লোকজন গিয়ে অজগরটিকে ধরে বস্তায় ভরে নিয়ে যান।
জুড়ী রেঞ্জ কর্মকর্তা মোঃ আলাউদ্দিন বলেন, ধরার সময় অজগরটিকে ক্ষুধার্ত দেখাচ্ছিল। ফোঁস ফোঁস শব্দ করছিল। খাবারের সন্ধানে আশপাশের কোনো জঙ্গল থেকে এটি লোকালয়ে চলে আসতে পারে। এটি প্রায় ছয় ফুট লম্বা ছিল। ওজন সাত-আট কেজি হবে। এ সময় তিনি আরোও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় রোববার দুপুর ১২টার দিকে অজগরটিকে পুঁটিছড়া সংরক্ষিত বনে নিয়ে ছেড়ে দেওয়া হয়।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: