সুনামগঞ্জে মামলা থেকে বাচঁতে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিত: ৩১ জুলাই ২০২২, ০৭:৪৫ পিএম

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মিথ্যা মামলার হয়রানির প্রতিবাদে ব্যবসায়ীদের ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ জুলাই) সকালে দোয়ারাবাজার উপজেলার চকবাজারে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের আয়োজন ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে হাবিব মির্জার সঞ্চালনায় মকবুল হোসেন ভান্ডারির সভাপতিত্বে বক্তব্য রাখেন, আব্দুল কাদির, সিকান্দর আহমদ, আব্দুল মতিন, এ আর খোকন, শাহআলম, ফজল করিম, মজিবুল হক, আবুল কাশেম, মোসলেম মিয়া, আব্দুর রহিম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, চকবাজার এলাকায় ভূমিদস্যু নুরুল ইসলাম মিথ্যা মামলা দায়ের করে মানুষদের হয়রানি করছেন। বাজারের সকল ব্যবসায়ীদের ক্ষতি করার উদ্দেশ্যে মিথ্যা মামলা দিয়ে ক্ষতিগ্রস্ত করছেন। নুরুল ইসলাম এলাকায় ভূমিদস্যু ও মামলাবাজ হিসেবে পরিচিত। বিভিন্ন সময় প্রতারণা করে অনেকে জায়গা দখল করার চেষ্টা করেছেন। এই নুরুল ইসলামের হাত থেকে এলাকাবাসী কে রক্ষা করার আহ্বান জানান বক্তারা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: