আ.লীগ নেতার মামলায় যুবলীগ নেতা কারাগারে

প্রকাশিত: ৩১ জুলাই ২০২২, ০৮:৩৭ পিএম

মোঃ রাশেদ খান মেনন (রাসেল)/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলের পৌর যুবলীগের সভাপতি রাহাত আলম শাওনকে (৩০) জেল হাজতে প্রেরণ করেছে আদালত। টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল আমলী আদালতের বিচারক মিনু খাতুন এ আদেশ দেন। এর আগে রোববার সকালে বাসাইল থানা পুলিশ পৌর এলাকার শাহিন স্কুলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত (২৮ জুলাই) রাতে তোফায়েল হোসেন (বেনু) বাদী হয়ে শাওনসহ ৭ জনের নাম উল্লেখ করে ৩/৪ জনকে অজ্ঞাত নামাদের নামে মামলা দায়ের করেন। পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার (২৫ জুলাই) বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে বাসাইল উপজেলা আওয়ামী লীগের সদস্য তোফায়েল হোসেন (বেনু), বাসাইল আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ফরিদ মিয়া, বাসাইল উপজেলা যুবলীগের নেতা প্রিন্স মাহমুদ বাড়ি ফিরছিলেন।

ওই তিন নেতাকর্মী উপজেলার নথখোলা ব্রিজের এলাকায় পৌছালে শাওন ও তার বাহিনীরা ওই ব্রিজের উপর গাছগুলি ফেলে তাদের পথ গতিরোধ করে। এ সময় শাওন বাহিনী এলোপাতাড়ি ভাবে তাদেরকে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, মামলার প্রধান আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

এ ব্যাপারে আদালতের পরিদর্শক তানভীর আহমেদ বলেন, পুলিশ শাওনকে গ্রেফতার করে আদালতে উপস্থাপন করেন। এ সময় টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল আমলী আদালতের বিচারক মিনু খাতুন আসামীকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: