প্রবাসীরাই আমাদের আসল ভিআইপি

‘প্রবাসীরাই আমাদের আসল ভিআইপি, তাদের কারণেই শান্তিতে ঘুমাতে পারি আমরা’ ফেসবুক পোস্টের মাধমে এমন মন্তব্য করেছেন সাবেক রেলওয়ের অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন। নিরাপদ খাদ্য থেকে রেলওয়ের অতিরিক্ত সচিব- সর্বক্ষেত্রেই তিনি বেশ প্রশংসা কুড়িয়েছেন। সাবেক এই সরকারি কর্মকর্তা সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় নানান রকমের বিষয় নিয়ে গঠন মূলক আলোচনা করে থাকেন তিনি।
সোমবার (১ আগস্ট) তার ভেরিফাইয়েড ফেসবুক পেইজে পোস্ট করেন, রেমিট্যান্স যোদ্ধাদের জন্য এয়ারপোর্টে সম্পূর্ণ ঝামেলামুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। এয়ারপোর্টের নতুন থার্ড টার্মিনালে সম্পূর্ণ আলাদা প্রবাসী জোন বা এলাকা করে সেখানে তাঁদের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ট্রিট করার ব্যবস্থা করা হোক।
দেশের ব্যাংকে তাঁদের টাকা আসলে বিনা প্রশ্নে খুব দ্রুত টাকা বিলি করার ব্যবস্থা গ্রহণ করা হোক। প্রবাসে যে কোন পরিমাণ টাকা যেন ব্যাংকিং চ্যানেলে পাঠাতে পারে, প্রয়োজনে আমাদের ব্যাংকের শাখা বা বুথ সেখানে স্থাপনের ব্যবস্থা করা হোক।
গত একমাসে প্রবাসীরা প্রায় ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে। এনারাই আমাদের আসল ভিআইপি। তাঁদের কারণেই শান্তিতে ঘুমাতে পারছি আমরা। এই বিপদে আমাদের প্রবাসী ভাই-বোনেরাই আমাদের পাশে আছেন এবং থাকবেন। আল্লাহপাক তাঁদের হেফাজত এবং সর্বাঙ্গীণ মঙ্গল করুন।
তুহিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: