মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুর সদর উপজেলার উজলপুরে বজ্রপাতে সুন্নত আলী (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১ আগস্ট), সকালের দিকে উজলপুর গ্রামের চাতালের মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে। ঘটনায় নিহত সুন্নত আলী উজলপুর গ্রামের বকুল মণ্ডলের ছেলে।
এলাকাবাসী জানা যায়, সকালের দিকে সুন্নত আলী ক্ষেতের কাজের উদ্দেশ্যে মাঠে যায়। এসময় ভারী বর্ষণ শুরু হলে, সুন্নত আলী নিকটস্থ চাঁতালের মাঠে একটি কদম গাছের নিচে অবস্থান নেন।
এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত আঘাত হানলে সুন্নত আলী মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তিনাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
উল্লেখ্য, সম্প্রতি সময়ে বজ্রপাতের ঘটনায় মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত ৪ দিন পূর্বে জেলার গাংনী উপজেলার কাজীপুর ও হাড়াভাঙ্গা এলাকায় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়। একইসময়ে আরও ২ জন আহতের ঘটনা ঘটে। অব্যাহত বৃষ্টিতে সকলকে সতর্ক ও নিরাপদ স্থানে অবস্থান নেওয়া জরুরি বলে অভিজ্ঞমহল মনে করেন।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: