ছাত্রলীগের এক কমিটিতেই ৬৯ সহ-সভাপতি

প্রকাশিত: ০১ আগষ্ট ২০২২, ০৪:২৫ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। প্রায় ৩ বছর ১৬ দিন পর পূর্ণাঙ্গ কমিটির দেওয়া হয়। রবিবার (৩১ জুলাই) কমিটি ঘোষণার পর থেকে ক্যাম্পাসজুড়ে পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা যায়। পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদ পেয়েছেন ৬৯ জন।

রোববার (৩১ জুলাই) রাতে ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে কমিটির তালিকা প্রকাশ করা হয়। ছাত্রলীগের গঠনতন্ত্রের প্রথম ভাগের ৬ নম্বর ধারার (সাংগঠনিক কাঠামো) ‘জ’ নম্বরে বলা হয়েছে, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহ সাংগঠনিক জেলা হিসেবে গণ্য হবে।’ একই ভাগের ধারা ১০ থেকে জানা যায়, জেলা শাখায় সহ-সভাপতি হতে পারবেন ২১ জন। কিন্তু চবি ছাত্রলীগের কমিটিতে সহ-সভাপতির পদ পেয়েছেন ৬৯ জন। এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুকে কল করলেও তারা ফোন রিসিভ করেননি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: