জাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: ০১ আগষ্ট ২০২২, ০৮:৫৫ পিএম

মোঃ আবু দারদা লিমন, জাবি থেকে: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষের ‘বি’ ইউনিটভূক্ত সমাজবিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে ‘বি’ ইউনিটের ৫ শিফটের পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতির হার প্রায় ৯০ শতাংশ।

এ বছর ‘বি’ ইউনিটে ৩৮৬টি আসনের বিপরীতে আবেদন করেছে ৪৮ হাজার তিনশত ৪৮ জন। সে হিসেবে আসন প্রতি লড়েছে ১২৫ জন ভর্তিচ্ছু।

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপাচার্য বলেন, ‘সুষ্ঠু ও স্বাভাবিকভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে প্রক্টরিয়াল বডি তৎপর রয়েছে।’

পরীক্ষার্থীদের উপস্থিতির হার সম্পর্কে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আকবর হোসেন বলেন, ‘আজকের উপস্থিতি সন্তোষজনক। পরিপূর্ণ হিসাব এখনও পাইনি। তবে ৯০ শতাংশের অধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।’

ফলাফল প্রকাশ কখন হতে পারে এ প্রশ্নের জবাবে বলেন, ‘ফলাফল প্রকাশের জন্য সম্ভবত ৭২ ঘন্টা সময় বেঁধে দেয়া আছে। তবে আমরা যত দ্রুত সম্ভব প্রকাশ করার চেষ্টা করবো।’

উল্লেখ্য, মঙ্গলবার ও বুধবার (২ ও ৩ আগস্ট) মোট ৬টি শিফটে ‘এ’ ইউনিটভূক্ত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে প্রতি আসনের জন্য ১৬৩ জন শিক্ষার্থী লড়বে। ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.juniv.edu) পাওয়া যাবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: