শরীয়তপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

আসাদ গাজী, শরীয়তপুর থেকে: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পরে গিয়ে শাহরিয়ার জয় সরদার (১৯) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এসময় শোভন বাবুর্চী (১৫) নামে আরেকজন আহত হয়।
সোমবার (১ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলায় কোদালপুর বাজারে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহরিয়ার উপজেলার ইদিলপুর ইউনিয়নের মিত্রসেনপট্টি গ্রামের মো. জামাল সরদারের ছেলে। তিনি সরকারী শামসুর রহমান কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। দুই ভাই এক বোনের মধ্যে শাহরিয়ার জয় বড়।
স্থানীয় সূত্র জানায়, গোসাইরহাট উপজেলার বালুরচর থেকে গোসাইরহাট পৌরসভায় যাচ্ছিলেন শাহরিয়ার ও শোভন বাবুর্চী। কোদালপুর মোড়ের বাজার আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল পিচ ঢালাই সড়কে পরে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার জয়কে মৃত বলে ঘোষণা করেন। আর শোভন চিকিৎসাধীন রয়েছে।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম শিকদার জানান, মোটরসাইকেল বেপরোয়া গতিতে চালানোর কারনে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে বলে শুনেছি। তাই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এখনও কেউ থানায় অভিযোগ নিয়ে আসেননি।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: