পাবনায় নিখোঁজের পরদিন জলাশয় থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০১ আগষ্ট ২০২২, ১১:০৮ পিএম

পাবনার ভাঙ্গুড়ায় নিখোঁজের একদিন পর জলাশয় থেকে আব্দুল মজিদ (৭২) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০১ আগস্ট) বিকেল ৬টার দিকে বাড়ির পাশের জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত মজিদ ভাঙ্গুড়া পৌরসভার রেললাইন পাড়ার আরিফ সরদারের ছেলে।তিনি পেশায় একজন চা বিক্রেতা। চোখে ঠিক মতো দেখতে পেতেন না।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মজিদকে গত রোববার (৩১ জুলাই) রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। স্থানীয়রা সোমবার বিকেলে বাড়ির পাশের জলাশয়ে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, বৃদ্ধ লোকটি রোববার রাতের বেলায় কোন এক সময় বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে মারা গেছেন। চোখে দেখতে না পাওয়ায় এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। এ ঘটনায় মৃতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: