প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মো. আমজাদ হোসেন রতন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

‘বাবাকে আমি খুন করেছি, আপনি একটু মাইকে প্রচার করেন’

   
প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, ২ আগস্ট ২০২২

ছবি: সংগৃহীত

বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে রাশেদ মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাঁচ চারান এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আলী আজগর (৬৫)।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, আটক রাশেদ মানসিক ভারসাম্যহীন। রাতে হঠাৎ করে কুড়াল দিয়ে নিজের বাবাকে কুপিয়ে হত্যা করে। এরপর সারারাত লাশের পাশে বসেছিল। সকালে স্থানীয় একটি মসজিদে গিয়ে ইমামকে বলে, ‘আমি বাবাকে হত্যা করেছি, আপনি একটু মাইকে প্রচার করেন’।

এ সময় স্থানীয়দের সহযোগিতায় রাশেদকে আটক করে পুলিশে খবর দেন ইমাম। সকালে পুলিশ গিয়ে আলী আজগরের লাশ উদ্ধার করে ও রাশেদকে আটক করে।

ইমদাদ/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: