প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

শাহীন মাহমুদ রাসেল

কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গা শিবিরে দুবৃর্ত্তদের গুলিতে যুবক নিহত

   
প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, ২ আগস্ট ২০২২

কক্সবাজারের উখিয়ার কুতুপালং মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে দুবৃর্ত্তদের গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। তার নাম জামাল উদ্দিন (৩০। রোহিঙ্গাদের দাবী, আরসা সন্ত্রাসীরা গুলি করে তাকে হত্যা করেছে। সোমবার (১ আগস্ট) রাতে মধুরছড়া ক্যাম্প-৪ এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ নম্বর ক্যাম্পের আরসা সন্ত্রাসী ছমিউদ্দিনের নেতৃত্বে একদল রোহিঙ্গা সন্ত্রাসী মধুরছড়া ক্যাম্পের জামাল উদ্দিনকে মাথায় গুলি করে হত্যা করে।

বিষয়টি নিশ্চিত করে ১৪ এপিবিএনের অধিনায়ক মো. হারুনুর রশীদ বলেন, রোহিঙ্গা সন্ত্রাসীরা গুলি করে এক যুবককে হত্যা করেছে।

উখিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ দে বলেন, গুলিতে মারা যাওয়া এক রোহিঙ্গার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: