পাংশায় জাতীয় শোক দিবসসহ ৩টি প্রগ্রামের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০২ আগষ্ট ২০২২, ০৪:৫৩ পিএম

রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২ আগষ্ট) জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন, ৫ আগষ্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্ম বার্ষিকী ও ৮ আগষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্ম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী’র সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌর মেয়র মোঃ ওয়াজেদ আলী, উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) নুজহাত তাসনীম আওন, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) উত্তম কুমার ঘোষ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ.কে এম শফিকুল মোরশেধ আরুজ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ চাদ আলী খান প্রমুখ বক্তব্য রাখেন।

প্রস্তুতি সভায় উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, স্থানীয় সাংবাদিক বৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস সহ সকল দিবস উদ্ধসঢ়;যাপনের লক্ষে আলাদা আলাদা উপ-কমিটি গঠন করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: