ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগ নেতা ও ইউপি সদস্যসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সুজন দত্ত ও এক ইউপিসহ ১৪জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের ধারায় আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) উপজেলার সুহিলপুর ইউনিয়নের সীতানগর গ্রামের ললীত ঋষি বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার দ্রুত বিচার আদালতে মামলাটি করেন। আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামলাটি তদন্তের জন্য জেলার অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন।
মামলায় সুহিলপুর ইউনিয়ন পরিষদের সদস্য নিশিকান্তকে প্রধান ও ছাত্রলীগ নেতা সুজন দত্তকে ১৪ নম্বর আসামি করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সুহিলপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য নির্মল দাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন নিশিকান্ত ঋষি। এতে নিশিকান্ত ইউপি সদস্য পদে জয়ী হন। নির্বাচনের পরপর সীতানগর এলাকার আওতাধীন ঋষিপাড়ার পঞ্চায়েত কমিটি গ্রামের আয়-ব্যয় ও উন্নয়নের সার্বিক বিষয় গ্রামের লোকজনকে বুঝিয়ে দেন। কিন্তু ইউপি সদস্য এতে আপত্তি তোলেন। এ নিয়ে ঋষিপাড়ার ললীত ঋষি ও গোপাল চন্দ্র ঋষির সঙ্গে ইউপি সদস্য নিশিকান্ত ঋষির কথা কাটাকাটি হয় এবং বিরোধ দেখা দেয়। এই বিরোধের জের ধরে গত ২৮ জুলাই রাত ৯টার দিকে ইউপি সদস্য নিশিকান্ত ঋষির সঙ্গে ললীত ঋষি ও গোপাল চন্দ্র ঋষির পক্ষের লোকজনের কথা কাটাকাটি হয়। ২৯ জুলাই গোপাল চন্দ্র ঋষি সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এতে ইউপি সদস্য নিশিকান্ত ঋষি ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে গত ৩০ জুলাই রাত সোয়া ১০টার দিকে সীতানগর গ্রামের কালীমন্দিরে সভা করে। জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুজন দত্তের পরামর্শে ও প্ররোচনায় ইউপি সদস্য নিশিকান্ত ঋষির নেতৃত্বে আসামিরা ললীত ঋষির বাড়িতে হামলা করে। পর্যায়ক্রমে হামলাকারীরা বনমালী ঋষি ও ঝর্ণা ঋষির বসতঘরে ভাঙচুর চালান। সেসময় ঘটনাস্থলে ছাত্রলীগ নেতা সুজন উপস্থিত ছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু ইউপি সদস্যের পক্ষের লোকজন এতে আরো ক্ষিপ্ত হয়ে ললীত ঋষির পক্ষের ৯-১০টি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালান।
বাদীপক্ষের আইনজীবী মফিজুর রহমান বলেন, আদালত মামলাটি গ্রহণ করেছেন। বিষয়টি তদন্তের জন্য জেলা সিআইডি পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারক। সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: