প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

সোহেল রানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের সলঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী আটক

   
প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, ৩ আগস্ট ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ শাহীন মিয়া নামে মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব-১২ এর সদস্যরা। বুধবার (৩ আগষ্ট) বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সলঙ্গা থানার কুমাজপুর এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃত আসামী হবিগঞ্জের মাধবপুর থানার হাড়িয়া সরকারবাড়ী এলাকার মৃত লুদু মিয়ার ছেলে শাহীন মিয়া (৩২)।

র‍্যাব-১২ এর মিডিয়া অফিসার এম. রিফাত-বিন-আসাদ এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী বাসের ভিতরে অভিযান চালিয়ে ১৪ কেজী গাঁজাসহ আসামী শাহীন কে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত আইনপ্রয়োগকারী সংস্থার চোখ ফাকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: