বিতর্কের মুখে প্রক্সিতে প্রথম হওয়া তানভীরের ফল বাতিল করলো রাবি প্রশাসন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলে প্রথম হয়েছেন মো: তানভীর আহমেদ নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থী। তবে রাবির ‘এ’ ইউনিটে তার হয়ে পরীক্ষায় প্রক্সি দিয়েছিলেন বায়োজিদ খান নামে এক পরীক্ষার্থী।
তানভীরের এমন ফলাফল প্রকাশিত হওয়ার পরপরই বিতর্কের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে তাৎক্ষণিকভাবে ফলাফল বাতিল ঘোষণা করেছে ‘এ’ ইউনিটের প্রথম হওয়া এই শিক্ষার্থীর।
বুধবার (৩ আগষ্ট) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে ফল বাতিলের কথা জানিয়েছেন।
মঙ্গলবার (২ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে ‘এ’ ইউনিটের ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে দেখা যায়, ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় ৯২.৭৫ পেয়ে মেধা তালিকার প্রথম স্থান দখল করেছেন তানভীর আহমেদ। বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হলে বুধবার (৩ আগস্ট) তানভীরের ফলাফল বাতিল ঘোষণা করা হয়েছে।
এর আগে, গত ২৬ জুলাই ‘এ’ ইউনিটের ২য় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় তানভীর আহমেদের বদলে পরীক্ষায় অংশ নেয় বায়েজিদ খান। বিশ্ববিদ্যালয় প্রশাসন বায়েজিদকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদে বায়েজিদ সিন্ডিকেট প্রধান হিসেবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিক তাওহীদ তন্ময়ের নাম বলেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করে।
এর আগে তানভীরের প্রথম হওয়া বিষয়ে ভর্তি পরীক্ষার আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমি সংশ্লিষ্ট পরীক্ষা সমন্বয়ক ও ডীনদের ডেকেছি। আলোচনা চলছে। এবিষয়ে দ্রুতই একটি সিদ্ধান্ত জানানো হবে।
এদিকে, ঐ একই বিভাগের পরীক্ষায় আরও দুই শিক্ষার্থীর হয়ে পরীক্ষায় প্রক্সি দিতে আসা ২ জনকে আটক করে প্রশাসন। তাদের মধ্যে এখলাসুর রহমানকে ফলাফলে বহিষ্কার দেখানো হলেও আরেক শিক্ষার্থী ইসরাত জাহানের খাতা বাতিল করা হয়নি। তিনি ৬৯২১তম হয়েছেন। এনিয়েও বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনায় বসেছে।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: