প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মাসুদ রেজা শিশির

রাজবাড়ী প্রতিনিধি

বেপড়য়া ট্রাক পিষে মারল জামাত নেতা কামাল হোসেনকে

   
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, ৩ আগস্ট ২০২২

রাজবাড়ীর পাংশায় বিশিষ্ঠ ব্যবসায়ী ও জামায়াত নেতা মোঃ কামাল হোসেন (৬৫) নামে এক মোটর সাইকেল চালককে পিষে মারলেন ইট বাহী একটি ট্রাক। বুধবার (৩ আগষ্ট) পাংশা পৌর শহরের পশু হাসপাতাল ও খাদ্য গোডাউন এর মাঝে এ দূর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পাংশা মডেল থানা পুলিশ।

প্রদক্ষদর্শীরা জানান কামাল হোসেন মটর বাইক যোগে ট্যাম্পু ষ্ট্যান্ড এলাকা থেকে মৈশালার দিকে যাচ্ছিলেন। ঘটনা স্থলে পৌছালে পপী পরিবহন (বগুড়া-ট-১১-১২-৩৮) ইট বাহী একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিয়ে চাকার নিচে পিষ্ট করে। পরে স্থানীয়দের সহায়তায় পাংশা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত কামাল হোসেন পাংশা পৌর এলাকার মৈশালা গ্রামের ইয়াকুব আলীর ছেলে। কামাল হোসেন একজন ভাল মানুষ হিসাবে পরিচিত ছিলেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনিতির সাথে সক্রিয় ভাবে যুক্ত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: