আরও ১০ জেলায় নতুন পুলিশ সুপার

প্রকাশিত: ০৩ আগষ্ট ২০২২, ০৭:২১ পিএম

সারাদেশে এক সাথে ৪০ জেলায় পুলিশ সুপার (এসপি) বদলি করা হয়েছে। এর পর আরও ১০ জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। বুধবার (৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রালয় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বুধবার (৩ আগস্ট) রাষ্ট্রপতির পক্ষে ১০ এসপিদের এই আদেশটিতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

১০ জেলা হলো- মুন্সীগঞ্জ, পঞ্চগড়, খাগড়াছড়ি, চুয়াডাঙ্গা, মাগুরা, শেরপুর, বরগুনা, সাতক্ষীরা, ঝালকাঠি ও বান্দরবান। এর আগে পৃথক প্রজ্ঞাপনে ৪০ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) বদলি করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: