প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

ইয়ানুর রহমান

যশোর প্রতিনিধি

যশোরে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইও মারা গেলেন

   
প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, ৩ আগস্ট ২০২২

প্রতিকি ছবি

যশোরে বিদ্যুৎ স্পৃষ্টে দুই সহদর ভাই মারা গেছে। মেশিনে বিচালী কাটার সময় ছোট ভাই বিদ্যুৎ স্পৃষ্ট হলে তাকে বাঁচাতে গিয়ে বড় ভাইও মারা যায়। মর্মান্তিক ঘটনাটি ঘটে বুধবার বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলার জয়নগরে। মৃতরা হলো জয়নগর গ্রামের মৃত খেলাফত হোসেনের দুই ছেলে তৌহিদুর রহমান (৪৫) ও রুহুল আমিন (৪০)। মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

রেজাউল ইসলাম সুইট জানায়, তার ছোট ভাইপো রুহুল আমিন বিকেল ৫ টার দিকে মেশিনে বিচালী কাটছিল। এ সময় অসাবধানবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে
বাঁচাতে এগিয়ে যায় বড় ভাই তৌহিদুল রহমান। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্টে অসুস্থ হয়ে পড়ে। তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক শুভাশিষ রায় জানায়, হাসপাতালে আনার অনেক আগেই মারা যান তৌহিদুল ও রেজাউল ইসলাম। তৌহিদুল একজন পল্লী চিকিৎসক বলে স্বজনরা জানিয়েছে। দুই ভাইয়ের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: