প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

রবিন খান

সিংড়া (নাটোর) প্রতিনিধি

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল নানা-নাতির

   
প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, ৪ আগস্ট ২০২২

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম পশ্চিম বিল এলাকায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নানা-নাতির মৃত্যু হয়েছে। বুধবার (৩ আগষ্ট) রাত ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন, জমির শেখ (৭০) ও তার নাতি পাপ্পু হোসেন (১২)।

নিহত জমির শেখের ছেলে শামিম হোসেন জানান, বাবা প্রতিদিনের মতো বুধবার বিকেলেও জাল ও ভাইর দিয়ে মাছ ধরার জন্য বের হন। এ সময় সঙ্গে নাতি পাপ্পুও ছিল। তবে সন্ধ্যা পেরিয়ে গেলেও তারা বাড়িতে ফিরছিলেন না । পরে রাত ১০টার দিকে চৌগ্রাম পশ্চিম বিল এলাকা থেকে দুইজনের মরদেহ পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য গোলাম হোসেন জানান, বুধবার বিকেলে নানা ও নাতি জাল দিয়ে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। ওই সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: