সব সময় আমার স্বামীর জামাকাপড় পরি: প্রিয়াঙ্কা

বলিউড ও হলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ভালোবেসে তিনি বিয়ে করেছেন হলিউডের পপ তারকা নিক জোনাসকে। স্বামীর সঙ্গে মার্কিন মুলুকেই বসবাস করছেন এই অভিনেত্রী। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় প্রিয়াঙ্কা। বিশেষ করে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে বিভিন্ন আনন্দের মুহূর্তের ছবি পোস্ট করেন। অনেক সময় স্বামীর পোশাক পরেও তাকে দেখা যায়।
তবে সম্প্রতি এই বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। এই অভিনেত্রী বলেন,‘আমি সব সময় আমার স্বামীর জামাকাপড় পরি। জুতাটা পরতে পারি না তার কারণ তা আমার মাপের নয়। আমি তার জ্যাকেট থেকে শুরু করে সানগ্লাস সব চুরি করে নিই। তার পোশাকের সংগ্রহ খুবই সুন্দর।’
প্রসঙ্গত, প্রিয়াঙ্কা ও নিক জোনাস ২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হয়েছিলেন। এরপর তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়। ২০১৮ সালের ১ ডিসেম্বর যোধপুরের উমেদ প্যালেসে খ্রিষ্টান মতে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। পরের দিন হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি। গত ২১ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে প্রিয়াঙ্কা সারোগেসির মাধ্যমে মা হওয়ার খবর দেন। এই তারকা দম্পতি মেয়ের নাম রেখেছেন মালতী মেরী চোপড়া জোনাস।
এছাড়া বর্তমানে অনেক ব্যাস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। হলিউডের একাধিক প্রজেক্ট নিয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা। মুক্তির অপেক্ষায় তার ‘ইটস অল কামিং ব্যাক টু মি’ সিনেমাটি। এছাড়া অ্যামাজনের ‘সিটাডেল’ সিরিজের শুটিং শেষ করেছেন প্রিয়াঙ্কা।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: