পাইকগাছা উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪ আগষ্ট ২০২২, ০৯:৪১ পিএম

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) থেকে: ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মদিন, ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলা প্রশাসনের এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার সকালে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, থানার সেকেন্ড অফিসার মোশারফ হোসেন।

সভায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডল, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজায়েত আলী, প্রধান শিক্ষক খালেকুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, একাডেমীক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, সহকারী শিক্ষা অফিসার ঝংকার ঢালী, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, শিক্ষক আব্দুল ওহাব, সহকারী অধ্যাপক আমান উল্লাহ আমান, প্রভাষক আব্দুর রাজ্জাক বুলি, মোমিন উদ্দীন, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ এবং যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর।

সভায় ৫ আগস্ট শেখ কামাল এর জন্মদিন উপলক্ষে সকাল ৯ টায় প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা, যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ এবং মসজিদে দোয়া। ৮ আগস্ট বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে সকাল পৌনে ১০টায় প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, ১১ টায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সম্প্রচার, আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ, আর্থিক সহায়তা প্রদান ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, মসজিদে দোয়া অনুষ্ঠান। ১৫ আগস্ট জাতির পিতার শাহাদত বার্ষিকী উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, সকাল ৮টায় পুষ্পস্তবক অর্পন, সকাল ১০ টায় আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ, ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা এবং সুবিধাজনক সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: