রানওয়ে থেকে ছিটকে গেল বিমান

প্রকাশিত: ০৫ আগষ্ট ২০২২, ১২:০০ এএম

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করতে গিয়ে রানওয়ে থেকে ছিটকে গেছে কাতার এয়ারওয়েজের একটি বিমান। বৃহস্পতিবার রাত ৭টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল বেশকিছু সময়। কারিগরি ত্রুটির কারণে ফ্লাইটটি রানওয়ে থেকে নড়তে পারছিল না।

বিমানটিতে ২২৭ জন যাত্রী ছিলেন। তবে এসব যাত্রী বা বিমানের ক্রুদের কেউ এতে হতাহত হননি। রানওয়ে থেকে বিমান ছিটকে যাওয়ার ঘটনায় বিমানবন্দরে অচলাবস্থা দেখা দেয়। ৪৫ মিনিট কোনো ফ্লাইট ওঠা-নামা বন্ধ থাকে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৪৫-৫০ মিনিট ধরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। এয়ারক্র্যাফটি সরানোর চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, কাতার এয়ারওয়েজের ফ্লাইটে একটি টেকনিক্যাল ইস্যু ছিল। ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করার পর ট্যাক্সি করতে কিছু সমস্যা হচ্ছিল। যেসব ফ্লাইটের ঢাকা বিমানবন্দরে অবতরণ করার কথা, সেগুলোকে হোল্ডিংয়ে রাখা হয়েছে। রানওয়ে পরিষ্কার হলে অবতরণের অনুমতি দেওয়া হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: