যমুনার পানি কমছে

প্রকাশিত: ০৫ আগষ্ট ২০২২, ০৮:০৫ পিএম

সিরাজগঞ্জে টানা ৫দিন পানি বৃদ্ধির পর গত রাত থেকে পানি কমতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ৮ সে.মি কমে বিপদসীমার ৮২ সে.মি নীচ দিয়ে এবং কাজিপুর পয়েন্টে ১৪ সে.মি কমে বিপদসীমার ৭৯ সে.মি নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমলেও নিাঞ্চল এখনো প্লাবিত রয়েছে। জমিতে পানি জমে থাকায় শাকসবজি নষ্ট হয়ে যাচ্ছে। কৃষি জমিতে পানি থাকায় আমন ধান আবাদ নিয়ে কৃষকেরা শঙ্কিত রয়েছে এবং গো-খাদ্যেরও সংকট দেখা দিয়েছে। পানি কমলেও যমুনায় ভাঙন অব্যাহত রয়েছে। সব মিলিয়ে নদী তীরবর্তী মানুষ চরম ভোগান্তি নিয়ে দিন পারি দিচ্ছে। গত কয়েকদিনে অন্তত শতাধিক বসতভিটাসহ ফসলী জমি বিলীন হয়ে গেছে।

বসতভিটা হারানো পরিবারগুলো খোলা আকাশের নীচে মানবেতর জীবযাপন করছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম জানান, টানা কয়েকদিন পানি বৃদ্ধির পর গত রাত থেকে পানি কমতে শুরু করেছে। তবে কিছুদিন পর আবার পানি বাড়তে পারে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: