রাজধানীতে জার্মান নাগরিকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৭ আগষ্ট ২০২২, ১১:১৬ পিএম

রাজধানীর উত্তরায় একটি ফ্ল্যাট বাসা থেকে হোলগার কাউসম্যান (৫৫) নামে এক জার্মান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (৭ আগস্ট) সকাল ৮টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ৫ নং সেক্টর, রোড ২/এ, ১০ নম্বর বাড়ির ৬ষ্ঠ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য রাতে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

মরদেহ নিয়ে আসা পুলিশ কনস্টেবল সুজন কুমার সরকার জানান, ওই জার্মান নাগরিক ট্যুরিস্ট ট্রান্সলেটর হিসেবে কাজ করতেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: