ওদের ৪টি সেঞ্চুরি, আমাদের একটিও নেই: তামিম

প্রকাশিত: ০৮ আগষ্ট ২০২২, ১১:৪৯ এএম

স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজেও মিললো তার পুনরাবৃত্তি। গতকাল ৫ উইকেটে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। তাই ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে সঞ্চালককে নিজেদের এই শোচনীয় অবস্থা ব্যাখ্যা দিতে গিয়ে তামিম বলেন, ‘আসলে এই সিরিজে পার্থক্য গড়ে দিয়েছে সেঞ্চুরিই। ওরা সেঞ্চুরি করেছে চার-চারটি আর আমরা একটিও নয়।’

সিরিজের দ্বিতীয় ওয়ানডের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘আমরা কিন্তু শুরু ভালোই করেছিলাম, কিন্তু কেউই ইনিংসটা বড় করে সেঞ্চুরির দিকে নিয়ে যেতে পারিনি।’ এই না পারার পেছনে কোনো কিছুতেই অজুহাত হিসেবে দাঁড় করালেন না তামিম। এমনকি হারারে স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় ওয়ানডের উইকেটও বড় রান করার উপযোগী ছিল বলেই মনে করেন তিনি, ‘উইকেট শুরু থেকেই বেশ ভালো ছিল (রান করার জন্য)। ’

নিজেদের মাঠে স্বাগতিকরা ভালো করায় তামিম তাদের প্রশংসা করতে কার্পণ্য করেননি, ‘জিম্বাবুয়েকে ক্রেডিট দেওয়া উচিত। তারা ভালো দল বলেই সিরিজ জিতেছে। আমাদের নিজেদের পায়ের নিচের মাটি শক্ত করতে হবে। আমরা এখনও নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারিনি। এ জন্যই আজ এই অবস্থানে।’

৯ আগস্ট একই মাঠে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: