ভূরুঙ্গামারীতে বঙ্গমাতার ৯২ তম জন্মবার্ষিকী পালন ও সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: ০৮ আগষ্ট ২০২২, ১২:৪৫ পিএম

'মহিয়সী বঙ্গমাতার চেতনা- অদম্য বাংলাদেশের প্রেরণা' এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে সোমবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ হল রুমে আলোচনাসভা ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, শাহানারা বেগম মিরা, মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান সিরাজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ছকিনা খাতুন, ওসি আলমগীর হোসেন, জেলা পরিষদের সাবেক সদস‍্য মাহমুদা ডেইজি, প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ।

অনুষ্ঠানে বঙ্গমাতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: