নাটোরের বড়াইগ্রামে বঙ্গমাতার জন্মদিন পালন

প্রকাশিত: ০৮ আগষ্ট ২০২২, ১২:৫৩ পিএম

মোতালেব হোসেন, বড়াইগ্রাম (নাটোর): নাটোরের বড়াইগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

দিনটি উপলক্ষে সোমবার (৮ আগষ্ট) সকালে উপজেলা আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান এর উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

বনপাড়া পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ জাকির হোসেন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নাহিদ পারভেজ, সহ-সভাপতি আবদুল মান্নান।

এ সময় বনপাড়া পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

বক্তারা বাঙালির দীর্ঘ মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে বঙ্গমাতার অবদান তুলে ধরেন। আলোচনা সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: