সামাজিক-সম্প্রীতি বিনষ্টকারী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না

প্রকাশিত: ০৮ আগষ্ট ২০২২, ০৪:০১ পিএম

সামাজিক-সম্প্রীতি বিনষ্টকারী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না, আমাদের এলাকায় আমরা সকলে মিলে মিশে বসবাস করি, এখানে আমরা সকলেই সকলের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, কেউ সামাজিক সম্প্রীতি বিনষ্টের চেষ্ঠা করলে তাকে ছাড় দেওয়া হবে না, আমরা সকলে মিলে মিশে একটি সুন্দর সমাজ গড়তে চাই।

পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সোমবার (৮ আগষ্ট) পাংশা উপজেলায় সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটির প্রধান উপদেষ্টা রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী’র সভাপতিত্বে সামাজিক সম্প্রীতি কমিটির প্রথম সভায় উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এ.কে এম শফিকুল মোরশেধ আরুজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল ওহাব মন্ডল, পাংশা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ চাদ আলী খান, বাবুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইমান আলী সরদার, উপজেলা আনছার ভিডিপি কমান্ডার শাহিদা পারভীন, পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রাশেদা খাতুন, পাংশা স্পোটিং ক্লাবের সভাপতি সাংবাদিক মাসুদ রেজা শিশির, পাংশা শাহজুই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুসা আশয়ারী, ক্ষুদ্র নৃগোষ্টির প্রতিনিধি বীরেন সরকার, সিনিয়র সাংবাদিক মোক্তার হোসে প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, সামাজিক সম্প্রীতি কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: