অদম্য সাহসী এক নারী বঙ্গমাতা: মোসলেম উদ্দিন এমপি

প্রকাশিত: ০৮ আগষ্ট ২০২২, ০৮:০৫ পিএম

মাসের পর মাস জেলবন্দী বঙ্গবন্ধুর অবর্তমানে পরিবার, ছেলেমেয়েদের পড়াশোনা, শ্বশুর-শাশুড়ির দেখভালসহ রাজনৈতিক সংকট সামলাতেন তিনি সুনিপুণভাবে। শেখ ফজিলাতুন্নেছা মুজিব পড়ালেখা খুব বেশি করেননি। তবে স্মৃতিশক্তি ছিল অত্যন্ত প্রখর। গান ভালোবাসতেন। অবসরে বই পড়তেন। নিজের মুক্তচিন্তা দিয়ে রাজনীতিকে অনুধাবন করতেন বলে স্বামীর প্রতিটি অর্জনের পেছনে তাঁর ভূমিকা অবিস্মরণীয়।

তিনি অদম্য সাহসী এক নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মহান মুক্তিযুদ্ধের সংগঠক, গণপরিষদ সদস্য ও স্থানীয় এমপি আলহাজ্ব মোসলেম উদ্দিন এডভোকেট এইসব কথা বলেন। সোমবার (৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শরাফ উদ্দিন শর, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা নূর মোহাম্মদ, মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান তালুকদার, কৃষি কর্মকর্তা জেসমিন নাহার, থানা অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. শফিকুল ইসলাম , হিসাব রক্ষক কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক কামরুজ্জামান জামান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন পারভীন। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রশিক্ষণপ্রাপ্ত পাঁচজন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: