বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ

প্রকাশিত: ০৮ আগষ্ট ২০২২, ০৯:০০ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ, বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রেরণার উৎস, মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকীতে, টাঙ্গাইলের গোপালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তক অর্পণ ও ১৫ টি শেলাই মেশিন এবং ১০টি বাইসাইকেল বিতরণ করেন।

সোমবার (৮ আগস্ট) পুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে, গোপালপুর উপজেলা চত্বরে বঙ্গমাতা প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পণ ও উপজেলা নির্ণয়তনে আলোচনা সভা ও শেলাই মেশিন এবং বাইসাইকেল বিতরণ করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে মো. পারভেজ মল্লিক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি মনির, এবং তার সহধর্মিনী ঐশী খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আলিম আল রাজী, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মো. সোহেল রানা, থানা অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল আলম,
প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, শহর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, হাদিরা ইউনিয়নের চেয়ারম্যান বিলকিস জাহান, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম লাভলু সহ, আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: