হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে এমপিওভুক্তির আবেদন ছাড়পত্র প্রদান

প্রকাশিত: ১০ আগষ্ট ২০২২, ১১:২৯ পিএম

জি এম মাছুম বিল্লাহ, শ্যামনগর (সাতক্ষীরা) থেকে: সাতক্ষীরা জেলাধীন শ্যামনগর উপজেলার তপোবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, EIIN NO-১১৮৯৪৪-এর প্রধান শিক্ষক নিয়োগে ব্যাপক দূর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া যায়। অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম রঞ্জন বিশ্বাস, ০৯ অক্টোবর ২০২১ তারিখ অবসরে যান।

এরপর তিনি অবৈধ ভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে জেলা শিক্ষা অফিসার সাতক্ষীরা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শ্যামনগরের যোগ সাজসে প্রধান শিক্ষক নিয়োগের যাবতীয় কার্যক্রম পরিচালনা করেন। এমনকি তিনি তপোবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে বিগত ২০/০৩/২০২২ তারিখে মনোদীপ কুমার সরকারকে নিয়োগ পত্র প্রধান করেছেন। উল্লেখিত অনিয়মের বিরুদ্ধে এ,কে,এম মাহফুজুর রহমান কর্তৃক মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন।

উক্ত রিট পিটিশন নং-৬৬০০/২০২২ উক্ত রিট পিটিশনে ১৯/০৬/২০২২ তারিখের আদেশে শিক্ষা সচিবসহ ১১ জন-এর বিরুদ্ধে মহামান্য আদালত রুল নিশি জারি করেন। বিবাদী পক্ষকে ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব এবং উক্ত অবৈধ নিয়োগের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দেওয়া হলেও জেলা শিক্ষা অফিসার সাতক্ষীরা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শ্যামনগর তারা উক্ত রুলের আদেশ-কে অমান্য করিয়া প্রধান শিক্ষক পদে অবৈধ নিয়োগ প্রাপ্ত প্রধান শিক্ষক মনোদীপ কুমার সরকারকে এমপিও ভুক্তির জন্য কাগজ পত্র ছাড় করছেন মর্মে নির্ভরযোগ সূত্রে জানা গেছে। উল্লেখ্য, উক্ত মনোদীপ কুমার সরকার ইতোপূর্বে একই উপজেলাধীন বনশ্রী শিক্ষা নিকেতন (মাঃ বিঃ)-এ শাখা শিক্ষক হিসেবে নিয়োগ পাইয়া জাল জালিয়াতির মাধ্যমে বিপি-এড শিক্ষক পদে বেতন ভাতাদি উত্তোলন করেছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: