প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত

চুক্তি বাতিল করলেন সাকিব, খেলতে বাধা নেই

   
প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্ণ, ১২ আগস্ট ২০২২

অনলাইন বেটিং সাইট বেটউইনারের প্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল করছেন সাকিব আল হাসান। এর ফলে তাকে নিয়ে বাংলাদেশ ক্রিকেটে যে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা কাটতে যাচ্ছে। ক্রিকেট বোর্ডের কড়া হুঁশিয়ারির পর গতকাল বৃহস্পতিবার (১১ আগস্ট)  বিকেলে প্রথমে মৌখিকভাবে বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিলের কথা জানান সাকিব। বিসিবির শর্ত মেনে পরে বিষয়টি চিঠি দিয়ে জানান তিনি। চিঠিতে চুক্তি বাতিল করার কথা উল্লেখ করেছেন সাকিব।

বৃহস্পতিবার (১১ আগস্ট)  বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী সুজন। সাকিব বোর্ড প্রধানের সঙ্গে টেলিফোনে চুক্তি বাতিলের বিষয়টি আগে জানালেও বিসিবি অপেক্ষায় ছিল লিখিত প্রতিশ্রুতির। বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন চৌধুরী বলেছেন, ‘এটা ইতিবাচকভাবে এগোচ্ছে। সাকিবের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। লিখিত চিঠি দিয়ে তিনি চুক্তি বাতিলের বিষয়ে আমাদের জানিয়েছেন। বেটউইনারের সঙ্গে তার আর কোনও চুক্তি নেই।’ আগের দিন অর্থাৎ বুধবার সাকিবের কাছ থেকে চিঠি পাওয়ার কথা থাকলেও সেটি পায়নি বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এক দিন বাড়িয়ে বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করার কথাও জানায় সংস্থাটি। তবে ব্রিফিং শেষ হওয়ার কিছুক্ষণ পর বৃহস্পতিবার বিকালে সাকিব বিসিবিকে চিঠি দিয়ে জানায় তিনি বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করেছেন।

এর আগে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন বলেছিলেন, বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল না করলে সাকিবের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না বিসিবি। এছাড়া চুক্তি বাতিল না করলে আসন্ন এশিয়া কাপের দলেও সাকিবকে রাখা হবে না বলে জানান পাপন।

প্রসঙ্গত, সম্প্রতি কিছুদিন আগেই বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেন সাকিব। ওই প্রতিষ্ঠানটির শুভেচ্ছা দূত হন তিনি। এ নিয়ে গত মঙ্গলবার ফেসবুকে নিজেই আনুষ্ঠানিক ঘোষণা দেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক। যা মোটেই ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেটিং নিয়ে বিসিবির নিষেধাজ্ঞা আছে। বাংলাদেশের আইনেও বেটিং মানে বাজি খেলা নিষিদ্ধ। গুঞ্জন আছে, বেটউইনার নিউজের সঙ্গে প্রায় ১০ কোটি টাকায় চুক্তি করেছিলেন সাকিব। তাই সাকিবের এই চুক্তির পরপরই আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান জানায় বিসিবি।

রেজানুল/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: