প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত

কাতার বিশ্বকাপের সূচি বদলে দিল ফিফা

   
প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, ১২ আগস্ট ২০২২

আগামী নভেম্বরে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পর্দা উঠছে অন্যতম জনপ্রিয় খেলা বিশ্বকাপ ফুটবলের। তবে এর সূচি নিয়ে ছিল কিছুটা সংশয়। সে সংশয় দূর করে চূড়ান্ত হল ফুটবল মহাযুদ্ধে নামার অপেক্ষায় থাকা ৩২ দল এবং ম্যাচের সময়সূচিও। শেষমেশ ফিফা বদলেই দিল বিশ্বকাপের সূচি। গত রাতে আনুষ্ঠানিকভাবে এসেছে এ ঘোষণা। এ ঘোষণায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটা এগিয়ে এল ১ দিন আগে।

সূচি অনুযায়ী আগামী ২১ নভেম্বর আসরের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর কথা থাকলেও ফিফার পক্ষ থেকে জানানো হয় একদিন এগিয়ে ২০ নভেম্বর সেটি শুরু হবে। প্রথম ম্যাচে স্বাগতিক কাতার খেলবে ইকুয়েডরের বিপক্ষে। আগের সূচি অনুসারে প্রথম ম্যাচটা হতো সেনেগাল আর নেদারল্যান্ডসের।

যার ফলে বিশ্বকাপের সময় বাড়ল ১ দিন। আগের সূচি অনুসারে বিশ্বকাপ শেষ হওয়ার কথা ২৮তম দিনে। ফিফার ঘোষণার কারণে উদ্বোধনী ম্যাচের সূচি বদলে গেলেও ফাইনালের দিনক্ষণ একই থাকছে, ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। যার ফলে বিশ্বকাপটা শেষ হবে ২৯তম দিনে।

এই পরিবর্তন অনুমোদন পেতে ফিফা কাউন্সিল ব্যুরোর ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেতে হতো। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আর ছয়টি মহাদেশীয় সংস্থার প্রধানকে নিয়ে গঠিত এই ব্যুরোয় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কাতারের ম্যাচটা এগিয়ে আনার ফলে ২১ নভেম্বরের সূচিতে এসেছে পরিবর্তন। সেদিন কাতারের ফেলে যাওয়া স্লটে হবে সেনেগাল আর নেদারল্যান্ডসের ম্যাচ। সেই দিনের অন্য দুই ম্যাচে অবশ্য কোনো আঁচ লাগেনি এই সূচি পরিবর্তনের।

২০০৬ জার্মানি বিশ্বকাপ থেকে আয়োজক দেশের উদ্বোধনী ম্যাচ খেলার প্রচলন শুরু হয়েছিল। এরপর ২০১০ দক্ষিণ আফ্রিকা, ২০১৪ ব্রাজিল এবং ২০১৮ সালে রাশিয়া আয়োজক হিসেবে উদ্বোধনী ম্যাচ খেলেছিল। সেই ধারাবাহিকতায় এবার কাতারও উদ্বোধনী ম্যাচ খেলবে।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: