তুরস্কে হাইজাম্পে রিতুর রেকর্ড

প্রকাশিত: ১২ আগষ্ট ২০২২, ০৭:২৪ পিএম

বাংলাদেশের হয়ে অনন্য কীর্তি গড়লেন রিতু আক্তার। তিনি তুরস্কের কোনিয়া শহরে ইসলামিক সলিডারিটি গেমসের পঞ্চম আসরে ১.৭৩ মিটার লাফিয়ে হাইজাম্পে সপ্তম হয়েছেন।

এরআগে গেমসে অংশ নিতে তুরস্ক যাওয়ার আগে হাই জাম্পার রিতু আক্তার বলেছিলেন, ‘আমি গেমসে সেরাটা দিতে চাই।’যদিও ১.৭৬ মিটার উচ্চতা তিনবার চেষ্টা করেও পার করতে পারেননি। গত জানুয়ারিতে জাতীয় চ্যাম্পিয়নশিপে ১.৬৬ মিটার লাফিয়ে রুপা জিতেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর এই অ্যাথলেট। এই ইভেন্টে অংশ নেন বাংলাদেশের আরেক অ্যাথলেট ঊম্মে হাফসা রুমকি। গত জাতীয় চ্যাম্পিয়নশিপেই ১.৭১ মিটার লাফিয়ে রেকর্ড গড়ে সোনা জেতা উম্মে হাফসা রুমকী তুরস্কে ১.৭০ মিটার লাফিয়ে নবম হয়েছেন।

তবে প্রথম চেষ্টায় সফল না হলেও দ্বিতীয় চেষ্টায় ১.৭০ মিটার লাফাতে সফল হয়েছেন। তৃতীয় প্রচেষ্টায় ১.৭৩ মিটার পার করতে পারেননি তিনি। কোনিয়ায় এ ইভেন্টে ১.৯৭ মিটার লাফিয়ে সোনা জিতেছেন উজবেকিস্তানের সাফিনা সাদুলায়েভা। তার স্বদেশি সভেৎলানা রাজিভিল (১.৮৭ মিটার) পেয়েছেন রুপা; সমান উঁচুতে লাফিয়ে ব্রোঞ্জ পেয়েছেন কাজাখস্তানের ক্রিস্তিয়ানা ওভচিন্নিকোভা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: