চুয়াডাঙ্গায় ১১০০ এ্যাম্পুল বুপেনরফাইন ইনজেকশনসহ মাদকব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১২ আগষ্ট ২০২২, ০৮:৪০ পিএম

চুয়াডাঙ্গা এক হাজার একশত এ্যাম্পুল বুপেনরফাইন ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী রাহিমা বেগমকে (৪২) গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রয়ণ অধিদপ্তর। আজ শুক্রবার বিকাল ৫ টার দিকে শহরের রেলস্টেশন সংলগ্ন গম পট্টি এলাকা থেকে রাহিমা বেগমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাহিমা খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি স্কুল পাড়ার হাফিজুর রহমানের স্ত্রী।

চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রয়ণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, আজ শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের স্টেশন সংলগ্ন গম পট্টি এলাকায় অভিযান চালিয়ে মাদকব্যবসায়ী রাহিমা বেগমকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে এক হাজার একশ এ্যাম্পুল বুপেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: