জাবির উপাচার্য প্যানেল নির্বাচনে জয়ী অধ্যাপক আমির-নুরুল-অজিত

মোঃ আবু দারদা লিমন, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য প্যানেল নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। আজ রাত সাড়ে সাতটায় এ ফলাফল ঘোষণা করা হয়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, ৭৯জন সিনেটরের মধ্যে ৪৮জনের ভোট পেয়ে বিজয়ীদের মধ্যে প্রথম স্থান হয়েছেন বিশ্ববিদ্যালয়ের একমাত্র মুক্তিযোদ্ধা শিক্ষক অধ্যাপক আমির হোসেন। দুই ভোটের ব্যবধানে ৪৬ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন বর্তমানে সাময়িক উপাচার্যের দায়িত্বে থাকা অধ্যাপক নূরুল আলম। ৩২জন সিনেটরের ভোট পেয়ে তৃতীয় স্থানে আছেন অজিত কুমার মজুমদার।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক আমির হোসেন বলেন, 'নির্বাচনে প্রথম হয়ে আমি খুবই খুশি এবং এ ব্যাপারে আমি যথেষ্ট আত্মবিশ্বাসীও ছিলাম। যদি সরকার আমাকে উপাচার্য পদে নিয়োগ দেয় তাহলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের চেষ্টা করবো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, প্রশাসনিক ও উন্নয়ন কর্মকান্ড গতিশীল করতে চেষ্টা করবো। সততা, জবাবদিহিতা ও আধুনিকায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। কাউকে হয়রানি না করে সকলের আস্থা নিয়েই বিশ্ববিদ্যালয় পরিচালনা করবো।
প্রসঙ্গত, উপাচার্য প্যানেল নির্বাচনের একক এজেন্ডা নিয়ে আজ (শুক্রবার) বিকাল চারটায় বসে সিনেটের অধিবেশন। প্রার্থীদের নাম প্রস্তাব শেষ হওয়ার পর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা (চুক্তিভিত্তিক রেজিস্ট্রার) ভোটগ্রহণ শুরু করেন। গোপন ব্যালটে কয়েকজন সিনেট সদস্যের ভোট নেওয়ার পর বিকেল পাঁচটার দিকে প্রার্থীদের প্রচারণার জন্য এক ঘন্টার বিরতি দেয়া হয়। এরপর সন্ধ্যা ছয়টায় পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। সন্ধ্যা সাতটার দিকে ভোটগ্রহণ শেষ হওয়ার পর শুরু হয় ভোটগণনা। ভোটগণনা শুরু হওয়ার আধ ঘন্টার মধ্যে মিলে ফলাফল।
উল্লেখ্য, এর আগে গত ২৭ জুলাই উপাচার্য প্যানেল নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের সাময়িক উপাচার্য অধ্যাপক নূরুল আলমের নির্দেশে সিনেট সভার একটি বিশেষ অধিবেশন আহ্বান করেন।
বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত এই তিন অধ্যাপকের নাম যাবে বিশ্ববিদ্যালয়ের আচার্য মহামান্য রাষ্ট্রপতির কাছে। সেখান থেকে একজনকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: