ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

ভবনের অনেক জায়গায় রয়েছে বড় বড় ফাটল। মাথার ওপর পলেস্তারা আর ঢালাই খন্ড খসে পড়ার আশঙ্কা। স্যাঁতস্যাঁতে আর জরাজীর্ণ ভবনে নেই বিদ্যুৎ সংযোগ। প্রচন্ড গরম কিংবা মেঘলা আকাশে নেই ফ্যান-লাইট চালানোর সুবিধা। এটি কোনো আবাসিক ভবনের চিত্র নয়। এটি রাঙ্গামাটির লংগদু উপজেলার তবলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র। দুর্ঘটনার শঙ্কা আর নানা ভোগান্তি নিয়ে বিদ্যালয়টিতে অর্ধশতাব্দিরও পুরনো ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান। নানা আশঙ্কায় শিক্ষার্থীরাতো বটেই, শিক্ষকরাও পাঠদানে মনোযোগী হতে পারছেন না। নিরাপদ ভবনের সংকটে যেকোন মুহুর্তে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
লংগদুর তবলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানা গেছে, লংগদু উপজেলার ৭ নং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রাঙাপানি ছড়া গ্রামে তবলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রায় একশ ছাত্রছাত্রী রয়েছে এই বিদ্যালয়ে। কিন্তু পরিতাপের বিষয় বিদ্যালয়টি ঝুকিঁপূর্ণ হওয়ার ফলে বিগত ২০১৯ সালের ৬ মে বিদ্যালয়টি লংগদু উপজেলা এলজিইডির প্রকৌশলী কর্তৃক পরিদর্শনের পর ভবনটি পরিত্যক্ত ঘোষনা করেন। এরপর থেকে এখনো পর্যন্ত বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে কোন উদ্যেগ নেয়া হয়নি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয় ভবনের চারপাশের ওয়ালে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। ওয়াল ,বীম, কলাম,ছাদের পলেস্তারা খসে পড়েছে এবং রড দেখা যাচ্ছে। এতে করে পুরো ভবনটিই জরাজীর্ণ এবং খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনটি ঝুকিঁপূর্ণ হওয়া সত্বেও নিরুপায় হয়ে বিদ্যালয়ের অফিস কার্যক্রম চালাচ্ছেন প্রধান শিক্ষকসহ অন্যান্য সহকারী শিক্ষক-শিক্ষিকারা।
এদিকে, পরিত্যক্ত ভবনটির পাশে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য বাঁশ ,কাঠ ও টিন দিয়ে অস্থায়ী ঘর নির্মাণ করে কোনরকমে শিক্ষার্থীদের ক্লাস নিতে হচ্ছে বিদ্যালয়ের শিক্ষকদের। অপরদিকে, এত বছরের পুরনো বিদ্যালয়টিতে নেই কোনো টিউবওয়েল, টয়লেট যেটি রয়েছে সেটির অবস্থা খুবই নাজুক। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী মনিকা চাকমা জানান, বৃষ্টি হলে ক্লাসরুমে পানি পড়ে, রোদ উঠলে প্রচন্ড গরম লাগে এর কারনে আমরা এই ভাঙ্গা টিনের ঘরে ক্লাস করতে পারি না। আমাদের খুবই কষ্ট হয়। চতুর্থ শ্রেনীর ছাত্রী বর্ষা চাকমা জানান, আমাদের এই স্কুলে একটি টিউবওয়েল নাই, আমাদের পানি খেতে খুবই সমস্যা হয়।
রাঙাপানি ছড়া গ্রামের রিটন চাকমা বলেন, বিদ্যালয়ের ভবনটি পরিত্যক্ত ঘোষনার আগে ভবনের বীম থেকে পাথর খসে পড়ে আমার ছেলের মাথা ফেটে যায় এবং হাসপাতালে পর্যন্ত নিতে হয়েছে তাকে। তিনি বলেন, সরকারের কাছে তার দাবী অতি দ্রুত সময়ের মধ্যে যাতে বিদ্যালয়টি পুণ:নির্মাণ করা হোক।
রাঙাপানি ছড়া এলাকার হেমা চাকমা বলেন, তাঁর মেয়েকে বিদ্যালয়ে পাঠাতে ভয় লাগে। কখন আবার বিল্ডিং ভেঙ্গে পড়ে। তিনি বলেন, এই বিদ্যালয়ে বাচ্চাদের খাওয়ার পানির জন্য একটি টিউবওয়েল নাই। একটি টয়লেটও নাই।
তবলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্মৃতি বিকাশ চাকমা বলেন, বিদ্যালয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। কোনমতে বিদ্যালয়টির পাশে টিনের ঘরে রুমটিতে ক্লাস করতে হচ্ছে। তিনি বলেন, বর্তমানে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপস্থিতি ভীতির কারণ হয়েছে। তাদেরও ভয় লাগে। তাই অতি দ্রুত সময়ের মধ্যে নতুন ভবন নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহবান জানাচ্ছি।
লংগদু ৭ নং ইউপির ৬ নং ওয়ার্ড মেম্বার দীর্ঘায়ু চাকমা বলেন,দূর্গম এলাকার এই বিদ্যালয়টি অবহেলিত। পরিত্যক্ত ঘোষনার তিন বছর অতিবাহিত হলেও এখনো বিদ্যালয়টি পূণ:নির্মাণ করেননি। তিনি বলেন, এখানে বর্তমানে ছাত্রছাত্রীদের জন্য যে টিনশেড ঘরটি করা দেয়া হয়েছে। এতে ছাত্র-ছাত্রীরা ক্লাস করতে পারেনা অতিমাত্রায় গরমের কারনে। দীর্ঘায়ু চাকমা আরো বলেন,বিদালয়টির ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের জন্য সুপেয় পানির জন্য কোন টিউবওয়েলও নাই। পাহাড়ী ঝর্ণা এবং কুয়ো থেকে পানি সংগ্রহ করে তাদের পিপাসা মেটাতে হয়।
রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সাজ্জাদ হোসেন বলেন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক এবং এলাকার ইউপি সদস্য ও উপজেলা প্রা: শিক্ষা অফিসারের মাধ্যমে বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছি। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (পিইডিপি-৪) এর আওতায় আমাদের সকল বিদ্যালয়ে নতুন ভবন নির্মিত হবে। যেহেতু প্রকল্পটি চলমান রয়েছে আশাকরি দ্রুত সময়ের মধ্যে স্কুলটি নির্মিত হবে।
পার্বত্য জেলায় প্রাথমিক শিক্ষা বিভাগ পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তরিত বিভাগ হিসেবে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, লংগদুর তবলছড়ি সরকারী প্রা: বিদ্যায়টি ক্লাস করার অনুপযোগী, শিক্ষার্থীরা ক্লাস করতে পারছেনা, ওয়াশব্লক নাই, সুপেয় পানির ব্যবস্থা নাই এ বিষয়ে এখনো পর্যন্ত কেউ তাকে জানায়নি। তিনি খোঁজ নিয়ে বিদ্যালয়টির বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: