মধ্যরাতে আগুনে পুড়লো দোকান-বসতঘর; ক্ষতি অন্তত ২০ লাখ টাকা

প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২২, ০২:৫৭ পিএম

পাবনার ফরিদপুরে মধ্যরাতে আগুনে পুড়ে গেছে তিনটি দোকান ও দু’টি বসতঘর। এতে দু’জন ব্যবসায়ীর অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা। সোমবার (১৫ আগস্ট) মধ্যরাতে উপজেলার পাঁচ পুঙ্গলী বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত একটার দিকে পাঁচ পুঙ্গলী বাজারের আলহাজ মোল্লার দোকানের ভেতরে থাকা ফ্রিজটি প্রচন্ড শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যে দোকানের উপরে থাকা বৈদ্যুতিক তারে আগুন লাগে। এরপর পাশের আরও দু’টি দোকান ও দুটি বসতঘরে ছড়িয়ে পড়ে আগুনের তীব্রতা। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে প্রায় এক ঘন্টা পর দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে দোকান ও বাড়ির সবকিছু পুড়ে যায়।

ক্ষতিগ্রস্থ আলহাজ মোল্লা বলেন, তার দু’টি দোকান ও দু’টি বসতঘর এবং সাইফুল ইসলামের ওষুধের দোকান পুড়ে নগদ টাকা ও মালামাল মিলিয়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস সময়মতো এলে ক্ষতির পরিমাণ কম হতো।

ফরিদপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা কুতুব উদ্দিন বলেন, ঘটনাস্থল দূর্গম ও রাস্তা খারাপ হওয়ায় পৌঁছাতে সময় লেগেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: