শেরপুরে রান্না করা খাবার ও টাকা বিতরণ

প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২২, ০৭:১৫ পিএম

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষির্কী উপলক্ষে শেরপুর জেলা পরিষদ ও বাস-কোচ মালিক সমিতি ভিন্নধর্মী কর্মসূচির আয়োজন করে। আজ মঙ্গলবার (১৬ আগষ্ট) বিকেলে জেলা শহরের হরিজন পল্লী, ঋষি পল্লী ও হিজরা সম্প্রদায়ের মধ্যে রান্না করা খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়। বিকেলে ঋষিপল্লীর কালিমন্দির প্রাঙ্গণে ২০০ জন ঋষি, হরিজন পল্লীতে ৩০০ জন হরিজন ও বাস টার্মিনাল ৫০ জন হিজরাকে এক প্যাকেট করে খাবার ও নগদ ৪০০ করে টাকা বিতরণ করা হয়।

পৃথকস্থানে বিতরণ কর্মসূচিতে অংশ নেন জেলা পরিষদ প্রশাসক হুমায়ুন কবির রুমান, বাস-কোচ মালিক সমিতির সভাপতি ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার কামাল, জেলা যুবলীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব ও কৃষকলীগ সভাপতি আব্দুল কাদের প্রমূখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: