বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনকে রাজাকার আজিজুর রহমান বললেন মাহবুবুর রহমান

প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২২, ১১:৩৮ পিএম

আবু হুরাইরা, ইবি থেকেঃ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনকে রাজাকার আজিজুর রহমান বললেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। বৃহস্পতিবার (১৮ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আয়োজনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে জাতীয় শোকদিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি তার নাম উল্লেখ করে এসব বক্তব্য প্রদান করেন।

তিনি তার বক্তব্যে বলেন, 'বঙ্গবন্ধু আমাদের দেশকে স্বাধীন করার জন্য, একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, বাঙ্গালীরা তাদের পরিচয় পাওয়ার জন্য তিনি জীবন দিয়ে গেছেন। এজন্য তাকে নিয়ে গবেষণা করা দরকার। আর বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করবে আজকে শাহ আজিজুর রহমান মিলনায়তনে (বর্তমান নাম বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন) উপস্থিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। কাজেই পড়াশুনা করতে হবে, তাকে নিয়ে ডিবেট করতে হবে। তবেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে।'

এসময় তিনি আরো বলেন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একদিন একেকজন এ্যাম্বাসেডর হবে। এখন তার মধ্যে যদি জ্ঞান না থাকে, স্বাধীনতার চেতনা না থাকে, তাহলে সমাজকে আমরা কিভাবে সঠিক জায়গায় নিয়ে যাবো? প্রধানমন্ত্রীর এই উন্নয়নের অগ্রযাত্রাকে তরান্বিত করতে হলে আমাদের লেখাপড়া-গবেষণায় বেশি মনোনিবেশ করতে হবে।

বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

উপ-উপাচার্য তার বক্তব্যে রাজাকার আজিজুর রহমানের নাম উল্লেখ করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীরা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রতিবেদককে বলেন, হাইকোর্টের নির্দেশে যে রাজাকারের নাম পরিবর্তন করে টিএসসিসির নাম বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন রাখা হলো। সেখানে তিনি আবার সেই রাজাকারের নামে মিলনায়তনে কথা বক্তব্যে বললেন। একজন প্রগতিশীল শিক্ষাবীদের থেকে আমরা এমন বক্তব্য আশা করিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৭৯ সালের ২২ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর একমাত্র কেন্দ্রীয় মিলনায়তনের নাম শাহ আজিজুর রহমান মিলনায়তন রাখা হয়। স্বাধীনতাবিরোধীদের নামে স্থাপনার নামকরণ প্রত্যাহারের নির্দেশনা চেয়ে ২০১২ সালে হাইকোর্টে একটি রিট করেন ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন ও শাহরিয়ার কবির। ওই রিটের পরিপ্রেক্ষিতে একই বছরের ১৪ মে ওই স্থাপনা থেকে নাম প্রত্যাহারের আদেশ দেন হাইকোর্ট। ২০১৬ সালে বিশ্ববিদ্যালয়ের ২৩২তম সিন্ডিকেটে নতুন নামের প্রস্তাবটি পাস হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) নাম পরিবর্তন করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে নামকরণ করা হয়। এরপর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনের নাম ‘শাহ আজিজুর রহমান মিলনায়তন’ মুছে ফেলা হয়।

উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান ষাটের দশকে মুসলীম লীগের নেতা ছিলেন। স্বাধীনতাবিরোধী ভূমিকার কারণে ১৯৭২ সালে তাকে দালাল আইনে গ্রেফতার করা হয়েছিল। এবিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান প্রতিবেদককে বলেন, যদি আমি বলে থাকি, তাহলে এটা আমার স্লিপ অফ টাং। এটা সবার ইগনর করা উচিত।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: