প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিতে হবে: ফখরুল

   
প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, ১৯ আগস্ট ২০২২

- সংগৃহীত

আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এমন বক্তব্যের জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম শুক্রবার (১৯ আগস্ট) স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, বড় বড় কথা বলছেন, সন্ত্রাসীর মতো বক্তব্য ও হুমকি দিচ্ছেন, তাহলে হুমকি যখন দিচ্ছেন, তখন কেনো ভারতের কাছে সরকার টিকিয়ে রাখতে আহ্বান জানান? পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিতে হবে বর্তমান সরকারকে, পররাষ্ট্রমন্ত্রী ও ভারতের সরকারকেও এর জবাব দিতে হবে। তিনি আরও বলেন, তাদের বক্তব্য প্রমাণ করে ভারতের আনুকূল্যে (সরকার) টিকে আছে। প্রশ্ন উঠেছে, দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকবে কি না তা নিয়ে।

ফখরুল বলেন, ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগ জনগণের সকল অধিকার কেড়ে নিয়েছে, তত্ত্বাবধায়ক বাদ দিয়ে ভোটাধিকার কেড়ে নিয়েছে। সব কিছুর দাম বাড়িয়ে মানুষের পেটে হাত দিয়েছে। বিশ্ববাজারে দাম বাড়ার অজুহাত দেখাচ্ছেন প্রধানমন্ত্রী। কিন্তু বারবার বলার পরও কথা শোনেনি সরকার। যখন দাম বাড়িয়েছে বিশ্ববাজারের কথা বলে, কিন্তু যখন কম ছিল তখন কমায়নি সরকার, আবার বিশ্ববাজারে তেলের দাম কমেছে তাহলে এখন কেন কমাচ্ছেন না?

তিনি আরও বলেন, দুর্নীতিবাজ সরকার, চোরের সরকার, ডাকাতের সরকার। এরা অবৈধ, জোর করে ক্ষমতায় আছে। চ্যালেঞ্জ করবেন না, ক্ষমতা ছেড়ে রাস্তায় আসুন, তাহলে বোঝা যাবে জনগণ কার পক্ষে আছে। বর্তমান সরকার জনগণের শত্রু, দেশের শত্রু।

ইমদাদ/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: