চরফ্যাসনে ১৬০ জেলেসহ ১২টি মাছ ধরার ট্রলার নিখোঁজ

ছবি - সংগৃহীত
আরিফ হোসেন, চরফ্যাসন (ভোলা) থেকে: সাগড়ে বৈরি আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের কারনে চরফ্যাসনের ১৬০ জেলেসহ ১২ টি মাছ ধরার ট্রলার নিখোঁজের খবর পাওয়া গেছে। শুক্রবার সকাল ও বিকালে চরফ্যাসন উপজেলার ঢালচর, সামরাজ, কচ্ছপিয়া, মাইনউদ্দিন, আহাম্মদপুর মৎস্য ঘাটের এসব মাছধরা ট্রলার মাঝি মাল্লা নিয়ে সাগরে মাছ শিকারে গিয়ে বৈরি আবহাওয়া তীব্র ঢেউয়ের তোড়ে নিখোঁজ রয়েছেন বলে শনিবার মৎস্য ঘাট সুত্রে জানাগেছে। বৈরি আবহাওয়ার দু’দিন ধরে সাগরে থাকা জেলেদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় জেলেদের জীবন নিয়ে অজানা আশংকায় পরিবারগুলো। নিখোঁজ জেলেরা চরফ্যাসন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্ধা বলে জানাগেছে।
মৎস্যঘাট সূত্রে জানা যায়, হাজারীগঞ্জ ইউনিয়নের মাইনউদ্দিন ঘাটের খলিল মাঝির এফবি মা ফিরোজা, ইউসুব মাঝির এফবি ফাতেমা, সিরাজ মাঝি, সামরাজ ঘাটের কাদের মিয়ার মালিকানাধীন মাছধরা ট্রলার, ফারুক মাঝি, কচ্ছপিয়া ঘাটের এফবি লামিয়া নামের আলাউদ্দিন মাঝি, সালাউদ্দিন মাঝি, জামাল মাঝি, আহাম্মদপুর ইউনিয়নের সাহাবুদ্দিন মাঝি, আলমগীর মাঝি ও নীলকমল বাংলাবাজারের মোঃ হেজু মাঝির জেলে ট্রলার সাগরে মাছ শিকারে গিয়ে ১৬০ জন নিখোঁজ রয়েছেন। অপরদিকে সামরাজ ঘাটের জামাল মাঝির ট্রলারটি ১৩ জন মাল্লা নিয়ে সাগরে মাছ শিকারে গেলে বৈরি আবহাওয়া তীব্র টেউয়ের তোড়ে মহিপুরের দক্ষিণে মৈডির ভয়ার সংলগ্ন এলাকায় ডুবে গেলে অপর ট্রলারের মাঝিরা তৎক্ষনিক ৮ জেলেকে উদ্ধার করলেও নিখোঁজ রয়েছে ৫ জেলে।
আহামম্মদপুর ইউনিয়নের চৌকিদার খাল মৎস্যঘাট আড়ৎ মালিক মহসিন খালাসি জানান, ১৬ তারিখে তার চৌকিদারখাল বাজার মৎস্যঘাট থেকে ৩০টি ট্রলার মাছ শিকারের জন্য গভীর সমুদ্রে যায়। সাগরে বৈরি আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের কারনে ২৭টি ট্রলার ঘাটে ফিরে। বাকি ৩টি ট্রলার নিখোঁজ রয়েছে। শুক্রবার বৈরি আবহাওয়া শুরু হলে মাছধরা ট্রলারের জেলেদের সাথে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় জেলেদের জীবন নিয়ে অজানা আশংকায় রয়েছে পরিবার গুলো। চরমানিকা কোষ্টগার্ড কনিট্রজেন্ট কমান্ডার অলিউল্লাহ জানান, জেলেদের পরিবার ও মৎস্যঘাট সুত্রে খবর পেয়ে সাগরে টহল চলমান রয়েছে।
আশরাফুল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: