হালুয়াঘাটে কৃষক হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ২১ আগষ্ট ২০২২, ০৫:৪৭ পিএম

ময়মনসিংহের হালুয়াঘাটে দিন দুপুরে প্রকাশ্যে পিটিয়ে কৃষক মোস্তফা কামালের হত্যাকারীদের ফাঁসি ও গ্রেফতার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ আগষ্ট) সকালে গাঙ্গিনাপাড় এলাকার প্রায় এক হাজার লোকজন উপজেলা পরিষদের সামনে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপর মানববন্ধন শেষে উপজেলা পরিষদ চত্বরে আসামীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভকারীরা বলেন, গত ১৭ আগষ্ট বিকালে গাংগীনার পাড় গ্রামের মৃত মনির উদ্দিনের পুত্র কৃষক মোস্তফা কামালকে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় সন্ত্রাসী আব্দুল মোতালেব, মোছাঃ হেলেনা আক্তার, আব্দুল মান্নান ওরফে রিপন, আবু হাসান হৃদয়, রমজান আলী, আব্দুল গণি ও লিটন মিয়া, পরিকল্পিতভাবে পিটিয়ে নিসংশভাবে মোস্তফা কামলকে হত্যা করে।

এ ঘটনায় গত ১৮ আগষ্ট নিহত মোস্তফা কামালের মা মোছাঃ জায়েদা খাতুন বাদী হয়ে উল্লেখিত আসামীদের নামে হালুয়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যাহার মামলা নং: ১৭। হত্যাকারী আসামী হেলেনা আক্তারকে থানা পুলিশ গ্রেফতার করলেও অন্যান্য আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আসামীদের দ্রুত গ্রেফতার এর দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রসাশক ও অফিসার ইনচার্জ এর মাধ্যমে ময়মনসিংহ পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য প্রদান করেন, নিহত কৃষক মোস্তফা কামালের স্ত্রী রেহেনা খাতুন, মা মোছাঃ জায়েদা খাতুন, চাচা আব্দুর রহিম, আলামিন, শ্রমিক নেতা মিয়াজ উদ্দিন রজব আলী, জালাল উদ্দিন, কৈচাপুরের সমাজসেবক আবুল কালাম, তুলা মিঞা, গাঙ্গিনাপাড় এলাকার ইউপি সদস্য ইজ্জত আলী প্রমূখ।

এ বিষয়ে অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান খাঁন বিক্ষোভকারীদের সাথে একমত পোষন করে বলেন, মোছাঃ হেলেনা আক্তার নামে একজন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রয়েছে। শিঘ্রই অপরাধীদের গ্রেফতার করতে পারবেন বলে আশ্বস্ত করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: