প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মোঃ হাবিবুর রহমান

নড়াইল প্রতিনিধি

নড়াইলে টিসিবি পন্য পাচার, আটক করল জনগন

   
প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, ২১ আগস্ট ২০২২

নড়াইলে কার্ডে টিসিবি’র পন্য খোলাবাজারে বিক্রির সময় ৭৭ কেজি ডাল ও ৫০ কেজি চিনি আটক করেছে জনতা। শনিবার রাতে সদরের আউড়িয়া ইউনিয়নে মাদ্রাসা বাজারে টিসিবির এসকল পন্য ভ্যানে পাচারের সময় আটক করা হয়।

স্থানীয়দের অভিযোগ,সন্ধ্যার পরে আউড়িয়া ইউনিয়নের টিসিবি ডিলার খান গোলাম মোস্তফার কাছ থেকে দোকানে বিক্রর জন্য এসকল মালামাল নিয়ে যাচ্ছিলেন ৫ নং ওয়ার্ড ও ৬ নং ওয়ার্ড ইউপি মেম্বার আব্বাসস আলী ও মিজানুর রহমান। এসময় ভ্যান আটক করে পুলিশে খবর দিলে উদ্ধারকৃত মালামাল ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়।

এ বিষয়ে অভিযুক্ত মেম্বার আব্বাসস আলী ও মিজানুর রহমান বলেন, বিক্রয় শেষে এ মালামাল ফেরত যাচ্ছিল, আমরা জনগনের কাছে টিসিবি’র নির্ধারিত মুল্যে বিক্রয়ের জন্য ডিলারর কাছ থেকে ক্রয় করে রেখে দিয়েছি।

অভিযুক্ত টিসিবি ডিলার খান গোলাম মোস্তফার বলেন, এক ইউনিয়নের মাল অন্য যায়গায় বিক্রয়ের কোন বিধান না থাকায় আমি নির্ধারিত মুল্যে মেম্বারদের কাছে বিক্রয় করি।

রবিবার (২১ আগষ্ট) নড়াইলের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিবু দাস ইউনিয়ন পরিষদে টিসিবি পন্যচুরি ঘটনা তদন্ত করেছেন। তদন্তাধীন বিষয়ে তিনি কথা বলেননি, দোষী সাব্যন্ত হলে জানানো হবে বলে জানান।

আউড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম পলাশ বলেন,নির্বাহী ম্যাজিষ্ট্রেট সকলের বক্তব্য নিয়েছেন,তদন্তের পরে জানা যাবে কে দোষী। দোষী হলে তার শাস্তির ব্যসস্থা প্রশাসনই করবেন।

শনিবার সারাদিন আউড়িয়া ইউনিয়নে কার্ডে টিসিবি পন্য বিক্রি হয়। সন্ধ্যায় বেচে যাওয়া পন্য ডিলারের কাছ থেকে কিনে নেন অভিযুক্ত দুই ইউপি সদস্য। এ ঘটনাকে কেন্দ্র করে দোষীদের বিচারের দাবীতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: