খাগড়াছড়িতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা

প্রকাশিত: ২১ আগষ্ট ২০২২, ০৮:১৯ পিএম

খাগড়াছড়িতে হাজী নান্না বিরিয়ানি হাউজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে। রবিবার (২১ আগস্ট) বিকেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, বাসি খাবার সংরক্ষণ, খাবার খোলা রাখা, খোলা ডাস্টবিন ব্যবহার ইত্যাদি অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক পাপিয়া সুলতানা লিজা। এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক পাপিয়া সুলতানা লিজা বলেন, 'ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে নারিকেল বাগানস্থ হাজী নান্না বিরিয়ানি হাউজে অভিযান পরিচালনা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘণ করায় তাদের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।'

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: