প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

গোপালপুরে হৃদয় হত্যার প্রধান আসামি গ্রেফতার

   
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, ২ সেপ্টেম্বর ২০২২

ছবি - প্রতিনিধি

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) থেকে: টাঙ্গাইলের গোপালপুরে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র হৃদয় হত্যা মামলার প্রধান আসামী দশম শ্রেণির ছাত্র আবির ওরফে আমিনুরকে গ্রেফতার করেছে পুলিশ। সে হাদিরা ইউনিয়নের পলশিয়া চকপাড়া গ্রামের আলমের ছেলে। নিহত হৃদয় ও আবির দুজনেই শিমলা পাবলিক উচ্চ বিদ্যালয়ের ছাত্র। গ্রেফতারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসায় আবির হত্যার কথা স্বীকার করেছে। তথ্যটি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন।

এর আগে ২২ আগস্ট সকালে শিমলা বাজারে যাওয়ার কথা বলে হৃদয় বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয়। তার ভ্যান চালক বাবা মোস্তফা ২৪ আগস্ট গোপালপুর থানায় একটি সাধারণ ডায়রী করেন। নিখোঁজের ৭দিন পর গত রোববার সকালে পলশিয়া গ্রামের এক বাঁশ ঝাড়ের পাশের ডোবা থেকে হৃদয়ের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে হৃদয়ের বাবা থানায় হত্যা মামলা করেন।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: