কেন্দুয়ায় খেলার মাঠ রক্ষায় মহা সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২২, ১০:৪১ পিএম

নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় অতি প্রাচীণ ও ঐতিহ্যবাহী বলাইশিমুল খেলার মাঠ রক্ষার দাবিতে গতকাল শুক্রবার বিকেল বলাইশিমুল ঈদগাঁ ময়দানে মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বলাইশিমুল মাঠ রক্ষা গণকমিটির আহ্বায়ক আবুল কালাম আল আজাদ এর সভাপতিত্বে বক্তব্য রাখে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল, নিজেরা করি নির্বাহী প্রধান খুশি কবির, ব্লাস্ট এর অনারারী ডিরেক্টর ব্যারিস্টার সারা হোসেন, কবি ও সঙ্গীত শিল্পী কফিল আহমেদ, কথা সাহিত্যিক জাকির তালুকদার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যুগ্ম সাধারণ সম্পাদক ও গ্রীণ ভয়েস এর সমন্বয়ক আলমগীর কবির, ঢাকার তেঁতুল তলা মাঠ রক্ষা আন্দোলনের সমন্বয়ক সৈয়দা রত্না, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ।

এসময় বক্তারা -বলাই শিমুল খেলার মাঠ থেকে আশ্রয়ণ প্রকল্প অন্যত্র সরানোর পাশাপাশি এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে দেশের প্রতিটি গ্রামে এবং নগরের প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ তৈরীর ও মাঠ, নদী, খাল, বিল, বিভিন্ন ধরনের জীববৈচিত্র্য প্রাকৃতিক জলাশয়, পাহাড়, বন রক্ষা সহ মাঠ রক্ষা আইন করার দাবি জানান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: