ঢাবির মেয়েদের হলের সমস্যা সমাধানে উপাচার্য বরাবর স্মারকলিপি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেয়েদের পাঁচটি আবাসিক হলের বিভিন্ন সমস্যা সমাধানে ৮ দফা দাবি বাস্তবায়নে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্রলীগ।
রোববার (৩ সেপ্টেম্বর) উপাচার্য মো. আখতারুজ্জামানের কার্যালয়ে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে স্মারকলিপি তুলে দেন মেয়েদের পাঁচটি আবাসিক হলের হল শাখা ছাত্রলীগের শীর্ষ দু’ পদে থাকা নেত্রীরা।
ওই স্মারক লিপিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৫টি মেয়েদের হলেই প্রতিনিয়ত বিভিন্ন অসঙ্গতি এবং অনিয়ম লক্ষ্য করা যাচ্ছে। যার ফলশ্রুতিতে শিক্ষার্থীরা নানাবিধ হয়রানির শিকার হচ্ছে, এমনকি শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে হলের ক্যান্টিনে উচ্চদামে নিকৃষ্ট মানের খাবার পরিবেশন, চাহিদার তুলনায় বিশুদ্ধ পানির ফিল্টারের অপ্রতুলতা, হলের শিক্ষার্থীদের সাথে বিভিন্ন সময় অশোভন আচরণ করা, মেয়েদের হলগুলোতে প্রবেশের জন্য নানাবিধ নিষেধাজ্ঞা রয়েছে যা কার্যত শিক্ষার্থীদের তাদের অধিকার থেকে বঞ্চিত করে এবং বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি করে।
সমস্যা সমাধানে ৮ দফা:
১. অনাবাসিক এবং আবাসিক শিক্ষার্থীদের আইডি কার্ড দেখিয়ে যেকোনো হলে প্রবেশের সুযোগ দিতে হবে।
২. হলে প্রবেশের সময়সীমা বৃদ্ধি করতে হবে।
৩. হলের খাবারের গুনগত মান বৃদ্ধি করতে হবে এবং প্রত্যেক হলে পর্যায় বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করতে হবে।
৪. শিক্ষার্থীদের সাথে হল প্রশাসনের সদাচরণ নিশ্চিত করতে হবে এবং হলের কর্মচারীদের শিক্ষার্থীদের সাথে হয়রানিমূলক আচরণ বন্ধ করতে হবে।
৫. হলে কোনো শিক্ষার্থী অসুস্থ হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।
৬. হলের গেস্টরুম সকাল ৮ থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে হবে।
৭. দূরবর্তী হলগুলোর যাতায়াতের জন্য বাসের টিপ এবং সময়সীমা বৃদ্ধি করতে হবে।
৮. ক্যাম্পাসে যাতায়াতের জন্য সঠিক রিকশা ভাড়া নির্ধারণ এবং এ ব্যাপারে যথাযথ মনিটরিং এর ব্যবস্থা করতে হবে।
এসময় বেগম রোকেয়া হলের সভাপতি আতিকা বিনতে হোসেন ও সাধারণ সম্পাদক অন্তরা দাস; শামসুন নাহার হলের সভাপতি খাদিজা আখতার উর্মি ও সাধারণ সম্পাদক নুসরাত রুবাইয়াত নীলা; বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সভাপতি কোহিনূর আক্তার রাখি ও সাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন; বাংলাদেশ কুয়েত-মৈত্রী হলের সভাপতি রাজিয়া সুলতানা কথা ও সাধারণ সম্পাদক জান্নাতুল হাওয়া আঁখি এবং বেগম সুফিয়া কামাল হলের সভাপতি পূজা কর্মকার ও সাধারণ সম্পাদক হয়েছেন রিমা আক্তার ডলি উপস্থিত ছিলেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: